ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে বাসের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
মিরপুরে বাসের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুরে বাসের ধাক্কায় শামীম হোসেন (২৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। 

রোববার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।  

শামীম শরীয়তপুর গোসাইরহাট উপজেলার ইউসুফ গাইনের ছেলে ছিলেন।

বর্তমানে তিনি মিরপুর-১ আবুল হোসেনের পুকুর পাড় সংলগ্ন মসজিদ গলি এলাকায় থাকতেন।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, মিরপুর-১ এর তানিন ভবনের সামনে রিকশা চালিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হন শামীম। পরে পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় আমানত খান হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, ঘাতক বাস জব্দ ও চালক সোহেল রানাকে (২৪) আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।