ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাড়িয়ে আনার ৬ ঘণ্টা পর ফের অপহৃত যুবক!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
ছাড়িয়ে আনার ৬ ঘণ্টা পর ফের অপহৃত যুবক!

কক্সবাজার: কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে দু’জনকে অপহরণের পর মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনার ছয় ঘণ্টা পরে আবদুল খালেক (২২) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে অপহরণকারী চক্র। 

রোববার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে।

অপহৃত যুবক খালেক রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের পূর্ব জুইল্লার জোম  এলাকার কাহাতিয়া পাড়ার মৃত ছুরুত আলমের ছেলে।

 

এলাকাবাসী জানায়, অপহৃত খালেক তার চাচা জাফর আলমের খামার থেকে মহিষের পাল নিয়ে উপজেলার জুইল্লার জোম এলাকায় যায়। এ সময় মুখোশ পরিহিত ৬ থেকে ৭ জনের অপহরণকারী চক্রের সদস্যরা তাকে ধরে গহিন অরণ্যের দিকে নিয়ে যায়। পরে তার স্বজনদের মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বাংলানিউজকে বলেন, যুবক অপহৃত হওয়ার বিষয়টি তিনি জানেন না।  

তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানান ওসি লিয়াকত আলী।

এদিকে, শুক্রবার (৩০ ডিসেম্বর) কক্সবাজার সদরের ঈদগাঁও কালির ছড়া গিরিঞ্জি পাহাড় এলাকা থেকে দুই ব্যক্তিকে অপহরণ করে। পরে ৫০ হাজার টাকা মুক্তিপণ স্বজনরা সকাল নয়টায় তাকে ছাড়িয়ে আনেন।

এ ঘটনায় বর্তমানে সদরের ঈদগাঁও, রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
টিটি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।