ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ বিক্রেতা আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার শহরতলির ঘাটুরা এলাকা থেকে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল-আমিন চিশতি (৩৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

সোমবার (০১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে র‌্যাব -১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এর আগে রোববার (৩১ ডিসেম্বর)  অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক চিশতি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার নাজমুল আরেফিন পরাগ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শহরতলির ঘাটুরা এলাকায় অটোরিকশা গ্যারেজে অভিযান চালিয়ে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল-আমিন চিশতিকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ০১ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।