ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
বদরগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

রংপুর: রংপুরের বদরগঞ্জে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ লেমন মিয়া (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে পৌর শহরের জামুবাড়ি পকিহানা থেকে তাকে আটক করা হয়। লেমন মিয়া ওই এলাকার আকতারুল ইসলামের ছেলে।

 

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, লেমন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।  

আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।