ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে সরকারি ভূমি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
হোসেনপুরে সরকারি ভূমি উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে ০.০৪ একর (৪ শতাংশ) সরকারি ভূমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (০২ জানুয়ারি) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম মজুমদার অভিযান চালিয়ে এ ভূমি উদ্ধার করেন।

এসময় হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুনসহ জনপ্রতিনিধি ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম মজুমদার বাংলানিউজকে জানান, উপজেলার ১নং খাস খতিয়ানের দ্বীপেশ্বর মৌজার ২১নং দাগের ০.০৪ একর (৪ শতাংশ) ভূমি ১৯৭৮ সালে বেদখল হয়ে যায়। পরে ১৯৯৬ সালে সরকার পক্ষ থেকে মামলা হলেও নানা কারণে ভূমি উদ্ধার করা যায়নি। মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করে এ ভূমি উদ্ধার করা হয়।

উদ্ধার করা ভূমি প্রস্তাবিত আড়াইবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।