ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
ফেনীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীতে স্কুলের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করায় আরিফ (১৯) নামে এক বখাটেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ফেনীর জি এ একাডেমির ছাত্রীদের উত্ত্যক্ত করছে এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে স্কুলের আশে-পাশে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় আরিফকে হাতেনাতে আটক করে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া স্কুলের নূরিয়া মসজিদ লেন, সৈয়দনগর সিও কার্যালয়, বনানী পাড়া, জি এ একাডেমির পেছন থেকে আরও ছয় জন বখাটে কে আটক করে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি স্কুলের সামনে আড্ডা দেওয়ার জন্য কয়েকজন বখাটেকে সতর্ক করা হয়।  

এ সময় এলাকাবাসী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অভিযোগ করে বলেন, কামাল হাজারী সড়কে স্কুলের শিশুদের উত্ত্যক্ত করে বখাটেরা।

অভিযানে আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।