ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বোচাগঞ্জে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
বোচাগঞ্জে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু .

দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বাজনিয়ায় সড়ক দুর্ঘটনায় পুর্ন দেব শর্মা (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বুধবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুর্ন দেব শর্মার বাড়ি মঙ্গলপুরের ধনগ্রামে।

জানান গেছে, মঙ্গলপুর থেকে সেতাবগঞ্জ যাওয়ার পথে বাজনিয়া নামক স্থানে মোটরসাইকেলের গতিপথ পরিবর্তনের সময় ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই দেবের মৃত্যু হয়। এছাড়া  চন্দ্র দেব শর্মা (২৭) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

আহত দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এমএমইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।