ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাশরাফির নিরাপত্তায় থাকা এএসআইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
মাশরাফির নিরাপত্তায় থাকা এএসআইয়ের মৃত্যু

নড়াইল: নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার গণসংযোগের সময় গাড়িবহরে দায়িত্বরত ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মনির (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে অসুস্থ অবস্থায় তাকে লোহাগড়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরআগে, লোহাগড়ার দবী এলাকায় মাশরাফির গাড়িবহর থাকা অবস্থায় মনির হৃদরাগে আক্রান্ত হন।

এ ঘটনার পর হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন মাশরাফি বিন মর্তুজা।  
 
এএসআই মনিরের সহকর্মীরা বাংলানিউজকে জানান, প্রায় দুইমাস আগে নড়াইল সদর থানা থেকে মনির জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) যোগদান করেন। তার বাড়ি যশোরের বাঘারপাড়ায়। তার তানহা (৮) নামে এক সন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।