ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ প্রতিনিধি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ প্রতিনিধি

ঢাকা: ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো দেশের সব ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে ভোটাররা পছন্দের প্রার্থীদের যেন ভোট দিতে পারেন, সেই প্রত্যাশাও করেছেন তিনি। 

রোববার ( ৩০ ডিসেম্বর) সকালে এক টুইটার বার্তায় এই প্রত্যাশা করেন তিনি।

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বাংলাদেশ প্রতিনিধি মিয়া সেপ্পো টুইট বার্তায় বলেন, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে।

এদেশের সব ভোটারদের শুভেচ্ছা জানাই। ভোটাররা যেন শান্তিপূর্ণ পরিবেশে কোনো ধরনের ভয় ও হুমকি ছাড়াই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই প্রত্যাশা করেন তিনি।  

৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।