ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ-২ আসনে নৌকার ডা. হাবিবে মিল্লাত মুন্না জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
সিরাজগঞ্জ-২ আসনে নৌকার ডা. হাবিবে মিল্লাত মুন্না জয়ী ডা. হাবিবে মিল্লাত মুন্না

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে আওয়ামী লীগ প্রার্থী ডা. হাবিবে মিল্লাত মুন্না জয়ী হয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মো. রায়হান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ-২ আসনের ১৪৩ ভোট কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে নৌকা প্রতীকে ডা. হাবিবে মিল্লাত মুন্না ২ লাখ ৯৪ হাজার ৮০৫ ভোট পেয়ে জয় লাভ করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির  রুমানা মাহমুদ পেয়েছেন ১৩ হাজার ৭শ ২৮ ভোট।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমএমইউ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।