ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ফ্যান কারখানায় আগুন, নিহত ১০

মো. রাজীব সরকার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
গাজীপুরে ফ্যান কারখানায় আগুন, নিহত ১০ ফ্যান তৈরির কারখানার অ‌গ্নিকা‌ণ্ডে নিহতদের মরদেহ ঘিরে আছেন ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা। ছবি: বাংলানিউজ

গাজীপু‌র সদর উপ‌জেলার বা‌ড়িয়া ইউ‌নিয়‌নের কেশোর্তা এলাকায় এক‌টি ফ্যান তৈরির কারখানায় অ‌গ্নিকা‌ণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ডি‌সেম্বর) সন্ধ্যায় এ অ‌গ্নিকা‌ণ্ডের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সা‌র্ভি‌সের উপ-সহকারী প‌রিচালক মো. মামুনুর র‌শিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আগুনের খবর পেয়ে জয়‌দেবপুর ফায়ার সা‌র্ভি‌সের দু’টি ইউ‌নিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফ্যান তৈরির কারখানায় আগুন।                                          ছবি: বাংলানিউজসে সময় মো. মামুনুর র‌শিদ জানান, সন্ধ্যায় গাজীপুর সদর উপ‌জেলার কেশোর্তা এলাকায় লাক্সারি ফ্যান তৈরির কারখানার তৃতীয় তলায় সন্ধ্যা ৬টা নাগাদ আগুন লা‌গে। খবর পে‌য়ে জয়‌দেবপুর ফায়ার সা‌র্ভি‌সের দু’টি ইউ‌নিটের কর্মীরা আগুন নেভা‌নোর চেষ্টা করে। সাড়ে ৭টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে ফ্যান তৈরির কারখানায় অ‌গ্নিকা‌ণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বাংলানিউজকে এ তথ্য জানান গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটির অপর সদস্যরা হলেন- কলকারখানা পরিদর্শকের এক সদস্য, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এক সদস্য, জেলা পুলিশের এক সদস্য ও ফায়ার সার্ভিসের এক সদস্য।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।