ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে চলছে বিজয় দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
মেহেরপুরে চলছে বিজয় দিবস উদযাপন

মেহেরপুর: বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের আগে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। 

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় কলেজ মোড়ে অবস্থিত শহীদ মিনারে জেলা প্রশাসক (ডিসি) মো. আতাউল গণি পূস্পমাল্য অর্পণ করে। পরে পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলী, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলসহ স্থানীয় রাজনীতিক, সামাজিক, ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দেওয়া হয়।

জেলাটিতে সারাদিনের কর্মসূচির মধ্যে রয়েছে- জেলা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এদিকে বিজয় দিবস উপলক্ষে গাংনী উপজেলা শহরে জনতার ঢল নেমেছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়েছে।  

উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, গাংনী থানার পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান, গাংনী উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, গাংনী পৌরসভার পক্ষে মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের পক্ষে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী পৌর আওয়ামী লীগের পক্ষে সানোয়ার হোসেন বাবলু পুস্প্যমাল্য অর্পণ করেন।  

দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গাংনী শহর।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।