ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সচিবালয়ের পাশে হর্ন বাজালে জরিমানা, কার্যকর মঙ্গলবার থেকে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
সচিবালয়ের পাশে হর্ন বাজালে জরিমানা, কার্যকর মঙ্গলবার থেকে

ঢাকা: বাংলাদেশ সচিবালয়ের চারপাশের এলাকাকে হর্নহীন এলাকা হিসেবে কার্যকর করা হবে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে। 

এদিন থেকে জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় হর্ন বাজানো যাবে না।

এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় হর্ন বাজালে 'বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫' অনুযায়ী জেল-জরিমানা করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাবউদ্দিন সকাল ৮টায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর।  

'বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫' অনুযায়ী প্রণীত 'শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬' এর ধারা ৮(২) এ প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোনো প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যস্ত হলে প্রথম অপরাধের জন্য অনধিক একমাস কারাদণ্ডে বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে এবং পরবর্তী অপরাধের জন্য অনধিক ছয় মাস কারাদণ্ডে বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দণ্ডনীয় হবেন।

সচিবালয়ের আশপাশে চলাচলকারী যানবাহনের চালকদের এসব এলাকায় কোনো প্রকার হর্ন না বাজানোর অনুরোধ করেছে পরিবেশ মন্ত্রণালয়।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।