ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তরুণরাই বাংলাদেশকে স্বপ্নের জায়গায় নিয়ে যাবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
তরুণরাই বাংলাদেশকে স্বপ্নের জায়গায় নিয়ে যাবে

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এ দেশের অদম্য অগ্রযাত্রা কেউ রুখতে পারবেনা। যাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি, নতুন প্রজন্মের হাত ধরে দেশ এগিয়ে যাবে। তরুণরাই বাংলাদেশকে স্বপ্নের জায়গায় নিয়ে যাবে।

সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত ‘গৌরবময় বিজয়ের ৪৮ বছর’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ।

আমরা সবাই মিলে সেই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি বলেই এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধে সবকিছুর নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। বাংলাদেশের যা কিছু অর্জন, তা ছাত্রনেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। সব আন্দোলনের মূল কান্ডারি ছিল ছাত্ররা।  

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, আমরা জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। জনগণের সঙ্গে মিলে জনগণের সমস্যা চিহ্নিত করে, সেগুলো সমাধান করা হবে। জনগণের সঙ্গে পুলিশের বন্ধনের প্রয়াস হিসেবেই আজকের অনুষ্ঠান।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ পুলিশের ৩১ জন শহীদ বুদ্ধিজীবী ও শহীদ পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম প্রমুখ।

দুপুর থেকেই ডিএমপি আয়োজিত এ অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেচে-গেয়ে ব্যাপক সমারোহে উদযাপিত হয় ‘গৌরবময় বিজয়ের ৪৮ বছর’।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
পিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।