ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সচিবালয়ের চারদিক নীরব ঘোষণা, হর্ন দিলে জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
সচিবালয়ের চারদিক নীরব ঘোষণা, হর্ন দিলে জেল-জরিমানা

ঢাকা: শব্দ দূষণরোধে রাজধানীর সচিবালয়ের চারপাশ নীরব এলাকা অর্থাৎ ‘নো হর্ন জোন’ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন থেকে এলাকাটিতে কোনো গাড়ি হর্ন দিলে আইন অনুযায়ী জেল-জরিমানার আওতায় আসবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ের এক নম্বর গেটে এলাটিকে নীরব এলাকা ঘোষণা করেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

এসময় মন্ত্রী বলেন, আমাদের আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সচিবালয়ের চারদিক শব্দ দূষণমুক্ত এলাকা ঘোষণা করা হলো।

মঙ্গলবার থেকে এ সংশ্লিষ্ট আইন কার্যকর হবে। বুধবার (১৮ ডিসেম্বর) থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

আইন অমান্যকারীকে প্রথমে এক মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে। পরবর্তীকালে ওই অপরাধী একই অপরাধ করলে তাকে ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

তিনি বলেন, আমরা শুধু সচিবালয় নয়, পুরো ঢাকাকে শব্দ দূষণমুক্ত করব। তবে এর আগে সবাইকে সচেতন করা দরকার। আমরা সেটাই করছি।

সচিবালয়ের চারদিক বলতে, জিরো পয়েন্ট, পল্টন মোড়সহ সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকা পর্যন্ত।

মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তা ও রোভার স্কাউট ও স্কাউটের সদস্যরা।

অনুষ্ঠান শেষে জনসাধারণকে সচেতন করতে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সচিবালয় এক নম্বর গেট ধরে জিরো পয়েন্ট হয়ে আবার সচিবালয় গেটে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
ইএআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।