ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ঘুমানোর স্থান নিয়ে তর্ক, রিকশাচালককে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
ফতুল্লায় ঘুমানোর স্থান নিয়ে তর্ক, রিকশাচালককে হত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘুমানোর স্থান নিয়ে তর্কে জড়িয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে সুরুজ মিয়া (৫৭) নামে এক রিকশাচালককে হত্যা করেছেন আরেক রিকশাচালক। এ ঘটনায় পর ওই রিকশাচালক আব্দুল গণি মিয়াকে (৫৬) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে ফতুল্লার কাশিপুর খিলমার্কেট এলাকায় সেলিম মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সুরুজ ময়মনসিংহ জেলার ত্রিশালের কোনাবাড়ি ও গ্রেফতার আব্দুল গণি ফুলপুরের কাইজাকান্দা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বাংলানিউজকে জানান, কাশিপুর খিলমার্কেট এলাকায় সেলিম মিয়ার বাড়ির একটি কক্ষে পাঁচজন রিকশাচালক একসঙ্গে থাকতেন। এরমধ্যে সবাই আগেই এসে ঘুমিয়েছিলেন। ভোরে রিকশা চালিয়ে বাসায় ফিরেন সুরুজ মিয়া। এসে দেখেন তার ঘুমানোর স্থানে আব্দুল গণি মিয়া ঘুমিয়ে আছেন। তখন গণিকে ডেকে উঠান সুরুজ। পরে এ নিয়ে দু’জন তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে গণি ইট দিয়ে সুরুজের মাথায় আঘাত করেন। এতে সুরুজ মাটিতে লুটে পড়লে ঘরে থাকা অন্যরা তাকে প্রথমে শহরের ১০০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই খবর পেয়ে গণিকে আটক করে পুলিশ।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গণি মিয়া জানিয়েছেন বিড়ির মধ্যে ভরে সুরুজ তাকে কী যেনো খাইয়েছেন, এতে তিনি স্মৃতি শক্তি হারিয়ে ফেলেন। তখন কী হয়েছে তা সে জানেন না।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।