ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
সাভারে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

সাভার (ঢাকা): সাভারের ব্যাংকটাউন এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাভারের ফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার আলাউদ্দিন (৬৫) ও তার ছেলে কাইয়ুম (৪৫)।

পুলিশ জানায়, বাবা ও ছেলে সকালে মোটরসাইকেলে করে সাভার থেকে তাদের বাড়ি রাজাঘাটে যাচ্ছিলেন। পথে তারা ব্যাংকটাউন ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী একটি অজ্ঞাত পরিবহন তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় তারা ছিটকে রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই আলাউদ্দিনের মৃত্যু হয় এবং ছেলে কাইয়ুমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।  
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিদুল বাংলানিউজকে বলেন, আমরা জাতীয় জরুরি সেবার হটলাইনে (৯৯৯) মেসেজ পেয়ে দ্রুত ঘটনাস্থল ব্যাংকটাউন ব্রিজ এলাকায় গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করি। নিহতদের পরিবারের লোকজনের কাছে খবর পাঠানো হয়েছে। তারা আসার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক অজ্ঞাত পরিবহনটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।