ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘স্বাধীনতা দিবসের আগে রাজাকারের সংশোধিত তালিকা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
‘স্বাধীনতা দিবসের আগে রাজাকারের সংশোধিত তালিকা’

ঢাকা: আগামী স্বাধীনতা দিবসের আগে রাজাকারের নতুন তালিকা প্রকাশ করা হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক৷

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে আ ক ম মোজাম্মেল হক বলেন, বুধবার বিকেল থেকে ওয়েবসাইটে রাজাকারের প্রকাশিত তালিকা সরিয়ে নেওয়া হয়েছে৷ বিস্তারিত যাচাই-বাছাই শেষে আগামী স্বাধীনতা দিবসের আগে নতুন তালিকা প্রকাশ করা হবে৷ সে তালিকা বড় আকারের হবে৷ সেইসঙ্গে ভুলত্রুটি সংশোধন করা হবে৷

এর আগে বিকেলে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের প্রকাশিত নামের তালিকা স্থগিত করা হয়েছে।  তালিকা স্থগিত করার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এসএম আরিফ-উর-রহমান।

 

সচিব বলেন, প্রকাশিত এই তালিকা নিয়ে মুক্তিযোদ্ধাসহ সবার মাঝেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমি নিজেও বিব্রত হচ্ছি। এজন্য তালিকা স্থগিত করা হয়েছে। পরে যাচাই-বাছাই করে তালিকা প্রকাশ করা হবে। হুটহাট করে তালিকা প্রকাশ করলেতো ভুল হবেই।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
ডিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।