ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে ২২ দেশের ৪২ প্রতিনিধির শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
বঙ্গবন্ধুর সমাধিতে ২২ দেশের ৪২ প্রতিনিধির শ্রদ্ধা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ২২ দেশের ৪২ জন লেখক, সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। পরে তারা সমাধি সৌধ কমপ্লেক্স এলাকা পরিদর্শন করেন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিব বর্ষ-২০২০’ উদযাপনের প্রাক্কালে জাতির পিতার বর্ণাঢ্য জীবন ও অবিস্মরণীয় অবদান সম্পর্কে বর্হিবিশ্বে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সরকারের আতিথেয়তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ‘ভিজিট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করেন।
 
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা প্রমুখ।

 

প্রতিনিধি দলটি টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধি কমপ্লেক্স পরিদর্শন শেষে সুন্দরবন এলাকাও পরিদর্শনে যাবেন বলে জানাগেছে।
    
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।