ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
মহেশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছাড়া ইউনিয়নের নোনাছড়িতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ জয়নাল আবেদীন ওরফে  জয়নাল ডাকাত (৩০) নামে একব্যক্তির নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পূর্ব নোনাছড়ি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।  

এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত জয়নাল ডাকাত ওই এলাকার মুফিজুর রহমান প্রকাশ মজু বলীর ছেলে।  

র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর রবিউল ইসলাম জানান, সন্ত্রাসীদের গ্রেফতার করতে পূর্ব নোনাছড়ি এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাব সদস্যদের লক্ষ্য গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে তালিকাভুক্ত ডাকাত জয়নাল আবেদীন প্রকাশ জয়নাল নিহত হন।  

তিনি বলেন, এ সময় একই এলাকার এলাদনের ছেলে সন্ত্রাসী শাহজাহান (৩৩) ও ফজল করিমের ছেলে আবছারকে (৩৫) গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এসবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।