ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
আড়াইহাজারে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহিন স্পিনিং নামে একটি মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। 

শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আড়াইহাজারের ঝাউগড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

খবর পেয়ে নরসিংদীর মাধবদী, আড়াইহাজার ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে।

জাহিন স্পিনিং মিলের ম্যানেজার জহিরুল ইসলাম বলেন, সবমিলিয়ে আগুনে প্রায় ১৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তবে পুরোপুরি হিসাব করে বলতে পারবো।  

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফীন সিদ্দিক জানান, আগুন লাগার খবর পেয়ে তিনটি স্টেশনের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো যাবে।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।