ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহেশপুর সীমান্ত থেকে নারীসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
মহেশপুর সীমান্ত থেকে নারীসহ আটক ৪

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে চার জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে ওই উপজেলার ভৈরবা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী রয়েছেন।

 

ঝিনাইদহের খালিশপুর বিজিবি’র ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্তি পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান বাংলানিউজকে জানান, অনুপ্রবেশের দায়ে আটক চার জনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটকরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন।   

এ নিয়ে ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে গত নভেম্বর মাস থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত মোট ৪২৯ জনকে আটক করলো বিজিবি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।