ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুবিধা বঞ্চিতদের মধ্যে কম্বল বিতরণ করলেন বরিশালের ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
সুবিধা বঞ্চিতদের মধ্যে কম্বল বিতরণ করলেন বরিশালের ডিসি কম্বল বিতরণ করলেন বরিশালের ডিসি

বরিশাল: কনকনে শীতের রাতে বরিশালে ৫ শতাধিক সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক। শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে বরিশাল নদী বন্দর এলাকায় জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে দুস্থ আসহায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। 

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করার জন্য আসা শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস. এম অজিয়র রহমান।  

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিন শীষসহ সামাজিক সংগঠন এসএনডিসির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

কম্বল পেয়ে বৃদ্ধ জামাল হাওলাদার বলেন, খুব শীত করতেছিল গায়ে দেওয়ার মতন কিছু ছিলনা শেখ হাসিনা আমাগো কম্বল দিছে হেইয়া ডিসি স্যার আমাগো দিয়া গেছে আল্লার কাছে দোয়া করি।  

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এমএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।