ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে অস্ত্রসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
ময়মনসিংহে অস্ত্রসহ আটক ৩

ময়মনসিংহ: ময়মনসিংহে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

রোববার (২২ ডিসেম্বর) সকালে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

আটক তিনজন হলেন- মুন্না হাসান (২২), সাকিব রায়হান পাপ্পু (২২) ও রুবেল হাসান (১৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ ডিসেম্বর) দিনগত রাতে র‌্যাব-১৪ এর সিনিয়র এএসপি হাফিজুল ইসলাম বাবুর নেতৃত্বে একটি দল নগরের সানকিপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন ও ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটকরা ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বিভিন্ন যানবাহনের যাত্রী-পথচারীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।