ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাটকেলঘাটায় ৩৪ কচ্ছপসহ দুই ব্যক্তি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
পাটকেলঘাটায় ৩৪ কচ্ছপসহ দুই ব্যক্তি আটক উদ্ধার করা কচ্ছপ ও আটক ব্যক্তিরা। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলায় ৩৪টি কচ্ছপসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পাটকেলঘাটা থানাধীন দলুয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- পাটকেলঘাটা থানার দুর্বাডাঙ্গা গ্রামের নিরাপদ মহলদারের ছেলে উত্তম মহলদার (৫১) ও কৈখালী গ্রামের মৃত পঞ্চানন সরকারের ছেলে প্রশান্ত সরকার (৫২)।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি শাহিনুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টিকারামপুর গ্রামের দলুয়া বাজারের পার্থ ডিজিটাল ফটোস্ট্যাট অ্যান্ড স্টুডিওর সামনে অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয়কালে ৩৪টি কচ্ছপসহ দুইজনকে আটক করা হয়। তাদের পাটকেলঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।