ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বামীর লাথির আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
স্বামীর লাথির আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে স্বামীর লাথির আঘাতে খাদিজা খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী আব্দুল্লাহ শেখ পলাতক রয়েছেন।

এ ঘটনায় সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে খাদিজার ভাই হুসাইন শেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।  

নিহত খাদিজা বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আটার দাগ গ্রামের আব্দুল্লাহ শেখের স্ত্রী।

 

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ বাংলানিউজকে জানান, দীর্ঘদিন  বিদেশ থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন আব্দুল্লাহ শেখ। দেশে ফেরার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ছোট-খাট পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। রোববার (২৩ ডিসেম্বর) রাতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় আব্দুল্লাহ তার স্ত্রীকে এলোপাতাড়ি লাথি মারে। একপর্যায়ে খাদিজা জ্ঞান হারিয়ে ফেললে স্বজনরা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাতেই নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  
ওসি আরও বলেন, এ ঘটনায় নিহতের ভাই হুসাইন শেখ বাদী হয়ে দুপুরে মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘন্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।