ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে সপ্তাহ ব্যাপী বই মেলার উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
সিলেটে সপ্তাহ ব্যাপী বই মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে শুরু হলো সপ্তাহ ব্যাপী বিভাগীয় বই মেলা। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে নগরের আলিয়া মাদ্রাসা মাঠে মেলার উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় পরিষদের প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব খোরশেদ আলম, জাতীয় গ্রন্থকেন্দ্র ঢাকার পরিচালক মিনার মনসুর ও সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন।  

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরন দাস গুপ্তের পরিচালনায় উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, সিলেট বিভাগীয় সমাজসেবা পরিচালক সন্দীপ কুমার সিংহ, সিলেট জেলার উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, সিলেট মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি সুব্রত চক্রবর্তী জুয়েল ও মহানগর সভাপতি ভবতোষ রায় বর্মন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ।

জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় আয়োজিত বইমেলা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।

সংশ্লিষ্টরা জানান, বইমেলায় সিলেটের বাইরের ২৮টি এবং স্থানীয় ১৪টি প্রকাশনা প্রতিষ্ঠান দুর্লভ ও গুরুত্বপূর্ণ বই মেলায় প্রদর্শন করবে। মেলায় প্রতিদিন শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এছাড়া সেমিনার, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন, যুদ্ধদিনের গল্প শোনাবেন মুক্তিযোদ্ধারা, চিরঞ্জিব বঙ্গবন্ধু, জন্মশতবর্ষে তরুণদের ভাবনায় বঙ্গবন্ধু বিষয়ক আলোচনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তির আয়োজনও থাকছে।

সেই সঙ্গে আইইএলটিএস প্রশিক্ষণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়াও খ্যাতনামা শিল্পিদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন থাকবে, জানিয়েছে জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এনইউ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।