ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুই মাসের বেতন না দিয়ে মালিক পলাতক, শ্রমিকদের বিক্ষোভ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
দুই মাসের বেতন না দিয়ে মালিক পলাতক, শ্রমিকদের বিক্ষোভ

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় দুই মাসের বেতন না দিয়ে মালিক পালিয়েছেন। এ নিয়ে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে এখন পর্যন্ত আশুলিয়ার মির্জানগরের বেলতলা এলাকায় অবস্থিত 'মাদার নিট ওয়ার লিমিটেড' কারখানার প্রায় ১০০ শ্রমিক এ কর্মসূচি পালন করছেন।

শ্রমিকরা জানায়, গত দুই মাসের (নভেম্বর ও ডিসেম্বর) বেতন না দিয়ে কারখানার মালিক সৈয়দ আক্কাস আলী তালবাহানা করেছে।

সবশেষ বুধবার সব শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও কারখানার মালিক শনিবার (২১ ডিসেম্বর) থেকে গা ঢাকা দেয়। এর পরপরেই গত কয়েকমাসের বিল্ডিং ভাড়া দিতে না পারায় বিল্ডিং মালিক সিরাজুল ইসলাম কারখানায় তালা দেয়। পরে   রোববার (২২ ডিসেম্বর) সকাল থেকে কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নেয়।

কারখানাটির শ্রমিক অপারেটর রুনা আক্তার বাংলানিউজকে বলেন, দুই মাসের বেতন নেই। বাড়ির মালিক আমাদের নানা কথা বলছে, বাসায় থাকতে পারছি না। দোকানে খরচের টাকা বাকি। আমরা বেতন না পেলে বাসায় থাকতে পারবো না। তাই বেতন না পাওয়া পর্যন্ত কারখানার সামনে থেকে যাবো না। আমরা কাজ করতে চাই, কারখানার মালিক আমাদের বেতন দিয়ে আবার কারখানা চালু করুক।

কারখানার আরেক স্টাফ সরোয়ার বাংলানিউজকে বলেন, আমি গত ছয় মাস থেকে এ কারখানায় কাজ করি। কারখানার মালিক প্রতিবারেই আমাদের বেতন নিয়ে তালবাহানা করেন তবে এবার কারখানার মালিক বেতন না দিয়ে গা ঢাকা দেন। কারখানা মালিকের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করার পরেও তাকে পাওয়া যায়নি। তাই গত ২৪ ডিসেম্বর আমরা শিল্প পুলিশে একটি সাধারণ ডাইরি করি।

এ বিষয়ে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সভাপতি সারোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, আমরা যতটুকু তথ্য পেয়েছি এ কারখানা বিজিএমই-বিকেএমই সহ কলকারখানা অধিদপ্তরের কোনো কাগজপত্র নেই। আমি প্রশাসন ও
সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই যে এতগুলো শ্রমিকের বেতন দেওয়া হচ্ছে না যেন তারা মালিককে বের করে অন্তত শ্রমিকের বেতন গুলো দেওয়ার ব্যবস্থা করে দেয়।

শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, শ্রমিকরা শিল্প পুলিশে একটি সাধারণ ডাইরি করেছে।  সেই অনুযায়ী তদন্ত হচ্ছে। আমরা ঘটনাস্থলে এসে কারখানার মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি৷

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।