ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জের আগুনে দগ্ধ ৫ জনকে ছাড়পত্র দিল ঢামেক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
কেরানীগঞ্জের আগুনে দগ্ধ ৫ জনকে ছাড়পত্র দিল ঢামেক ফাইল ছবি

ঢাকা: কেরানীগঞ্জের চুনকুটিয়ার প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে দগ্ধ ১০ জনের অবস্থাই উন্নতি হয়েছে। তারা সবাই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিল। এদের মধ্যে পাঁচ জনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. বিধান সরকার।  

তিনি বলেন, গত ১১ ডিসেম্বর কেরানীগঞ্জের দুর্ঘটনায় মোট ৩১ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

এদের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। আর একটি মরদেহ ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বাকি ১০ জনের মধ্যে সর্বশেষ আমরা আটজনকে সুস্থ করেছি। তবে আটজনের মধ্যে পাঁচজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. আরিফুল ইসলাম নবীন সংবাদ সম্মেলনে জানান, কেরানীগঞ্জের দুর্ঘটনায় বার্ন ইউনিটে ভর্তি দগ্ধ আসলাম, সাজিদ, জাকির, বসির ও লাল মিয়াকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। তারা সবাই এখন শঙ্কামুক্ত। তবে সিরাজ, সাখাওয়াত, জিসানকে আজই ছাড়পত্র দেওয়া হচ্ছে না। আর সোহাগ দেওয়ান ও ফিরোজ আহমেদ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।