ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের অগ্রগতি নিয়ে গবেষণা করছে পাকিস্তান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
বাংলাদেশের অগ্রগতি নিয়ে গবেষণা করছে পাকিস্তান

লালমনিরহাট: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, নারীদের অল্প বয়সে বিয়ে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করবেন না। মেয়েদের শুপ্ত প্রতিভাকে বিকশিত করার সুযোগ দিতে হবে। শিক্ষিত করে তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলুন। সন্তানদের বাল্যবিয়ে দেবেন না।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাটের কাকিনা উত্তরবাংলা বিশ্ববিদ্যালয় কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, উন্নয়নের জন্য চিন্তা করবেন না।

যা যা করা দরকার প্রধানমন্ত্রী সব করছেন এবং করবেন। সব অসম্ভবকে সম্ভব করে দেশকে উন্নতি ও অগ্রগতির দিকে ধাবিত করায় বিশ্ববাসী অবাক হয়ে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। পাকিস্তানের অর্থনীতিবিদরা বাংলাদেশের অগ্রগতি নিয়ে গবেষণা করছে, তাদের উন্নতির জন্য। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বনেত্রীর মর্যাদায় আসিন হয়েছেন। আগামী দিনের উন্নতি চাইতে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

নুরুজ্জামান আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে শাসিত থেকে শাসক বানিয়েছেন। সেই বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে যারা অকার্যকর রাস্ট্র করার চেষ্টা করেছিল তাদের সেই অপচেষ্টা সফল হয়নি, আগামী দিনেও হবে না। সেই স্বাধীনতাবিরোধীরা আজও মিথ্যাচার করে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। যারা স্বাধীনতাকে ভুলণ্ঠিত করতে মিথ্যাচার করছে, তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।  

লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলামের সভাপতিত্বে সপ্তাহব্যাপী এ রজতজয়ন্তী পালনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উত্তরবাংলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মোজাম্মেল হক, ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জ বিশ্বিবিদ্যারয়ের উপাচার্য প্রফেসর ড. অনিল ভুঁইমালি, কলেজ অধ্যক্ষ এএসএম মনওয়ারুল ইসলাম, স্কটল্যান্ডের শিক্ষক ও ইংলিশ প্রজেক্টের সাবেক ডিরেক্টর আইরিন গ্রাহম, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান ও কলেজটির প্রাক্তন শিক্ষার্থী সমাজকল্যাণ মন্ত্রীর ব্যক্তিগত সহকারী কর্মকর্তা (এপিএস) মিজানুর রহমান মিজান প্রমুখ।

কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তরবাংলা বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে আয়োজিত সপ্তাহব্যাপী রজতজয়ন্ত্রী অনুষ্ঠানে দুই বাংলার শিক্ষা সাহিত্যের মিলন মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দেশবরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের একক পরিবেশনায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।