ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
সিলেটে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

সিলেট: বাজারজাত নিষিদ্ধ এনার্জি ড্রিংক বিক্রি ও পণ্যের মোড়কে আমদানিকারকের স্টিকার না থাকায় সিলেটে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে জেলার গোলাপগঞ্জ উপজেলার ফিজা অ্যান্ড কোং, ফুলকলি ও বনফুল অ্যান্ড কোংসহ ছয়টি খাবার বিক্রি ও প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেটের উপ-পরিচালক ফখরুল ইসলামের নেতৃত্ব এ অভিযান চালানো হয়।


 
অভিযানে অংশ নেওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, অভিযানকালে বাজারজাত নিষিদ্ধ এনার্জি ড্রিংক বিক্রি, পণ্যের মোড়কে আমদানিকারকের স্টিকার না থাকা ও পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় উপজেলার ঢাকা দক্ষিণ বাজারের ফিজাকে ২০ হাজার টাকা, ফুলকলিকে ১০ হাজার টাকা, বনফুলকে দুই হাজার টাকা, হেতিমগঞ্জ বাজারের বনফুল, ফুলকলি ও রসমেলাকে ছয় হাজার টাকা করে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
 
ভেজালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।