ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিসিসি ভোট: রাত ১২টার পর প্রচার চালালে শাস্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
ডিসিসি ভোট: রাত ১২টার পর প্রচার চালালে শাস্তি

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বেঁধে দেওয়া সময় অনুযায়ী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টার আগেই সবধরনের আগাম প্রচারপ্রচারণা বন্ধ করতে হবে। এরপর প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি প্রচার চালালে তিনি আচরণবিধি ভঙ্গকারীর দলে পড়বেন।

এ ব্যাপারে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের জন্য ইতিমধ্যে মাঠে নামানো হয়েছে বিপুল সংখ্যক নির্বাহী হাকিম।

কেউ আচরণ বিধি না মানলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিতে তাদের নির্দেশ দিয়েছে কমিশন।

কাজেই আগাম প্রচার বন্ধ করতে হবে। নিজ উদ্যোগে সব ধরনের ব্যানার, পোস্টারসহ নির্বাচনী প্রচারসামগ্রী সরাতে হবে।

নির্বাচনী আইন অনুযায়ী, প্রতীক বরাদ্দের আগে প্রচার চালানো যায় না। তফসিল অনুযায়ী, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। তাই সেদিন থেকে প্রচার চালাতে হবে। নির্বাচনী আচরণ বিধি না মানলে নির্বাচন কমিশন প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতা রাখে। কেউ প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পরও এমন অভিযোগ প্রমাণিত হলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারে।

এ নির্বাচন মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর। মনোননয়নপত্র বাছাই হবে ২ জানুয়ারি। আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা  ৯ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

আরও পড়ুন>>> ডিসিসি ভোট: তাবিথ-ইশরাক-সেলিমসহ মনোনয়নপত্র নিলেন ৮ জন

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
ইইউডি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।