ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে সর্বনিম্ন ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
দিনাজপুরে সর্বনিম্ন ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস

দিনাজপুর: হিমালয়ের পাদদেশের জেলা দিনাজপুরে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভোরে তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও কুয়াশা কেটে গিয়ে দুই দিন পর সূর্যের দেখা মেলায় জনজীবন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তোফাজ্জল হোসেন জানান, শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে দিনাজপুরে তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও সূর্যের দেখা মেলায় সকাল ৯টায় তাপমাত্রা বেড়ে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।  

এ জেলায় শুক্রবার (২৭ ডিসেম্বর) ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

গত বৃহস্পতিবার থেকে ২ দিন ধরে দিনাজপুরে সূর্যের দেখা মেলেনি।  

শনিবার (২৮ ডিসেযম্বর) সকাল থেকে সূর্যের দেখা মেলায় জনজীবন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। দু’এক দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৯৫৫, ডিসেম্বর ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।