ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে সিদ্দিক বাহিনীর প্রধানসহ ৩ দুস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
সুন্দরবনে সিদ্দিক বাহিনীর প্রধানসহ ৩ দুস্য আটক আটক দস্যুরা ও জব্দকৃত অস্ত্র। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সুন্দরবনের জেলে-বাওয়ালীদের নৌকায় ডাকাতির প্রস্তুতিকালে দস্যু সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকসহ তিন দস্যুকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। 

এ সময় তাদের কাছ থেকে তিনটি পাইপগান, ১৫ রাউন্ড কার্তুজ ও দুটি রাম দা জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন সাতক্ষীরা ক্যাম্পে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানান।

 

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, রোববার দিবাগত রাত আড়াইটায় সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকের নেতৃত্বে একদল দুস্য সুন্দরবনে জেলে-বাওয়ালীদের ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি শাহিনুর ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুরে অভিযান চালায়। এ সময় দস্যু সিদ্দিক বাহিনীর প্রধান সাতক্ষীরার শ্যামসগর উপজেলার মুন্সীগঞ্জের জুম্মান আলীর ছেলে সিদ্দিকুর রহমান (৩০), কালিঞ্চির আকবার আলী দফাদারের ছেলে আব্দুল্লাহ সরদার (৩৩) ও হরিনগরের আহম্মদ সরদারের ছেলে মহিদুল ইসলামকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি পাইপগান, ১৫ রাউন্ড কার্তুজ ও দুটি রাম দা জব্দ করা হয়।

তাদের সঙ্গে ভারতে পালিয়ে থাকা জিয়া বাহিনীর সম্পৃক্ততা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক দস্যুরা।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।