ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেফালী মণ্ডল (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার (৩০ ডিসেম্বর)  বেলা ১১টায় উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের পূর্ব বাকসি গ্রামে এ ঘটনা ঘটে। শেফালী স্থানীয়   গ্যানেন্দ্র  মণ্ডলের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শী স্থানীয় অপর্ণা মণ্ডল জানান, তার চাচি শাশুড়ি (শেফালী) গরুকে খাবার দেওয়ার জন্য বাড়ির উঠানে রোদে দেওয়া খড় আনতে যান। এ সময় উঠানের ওপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন তিনি।

এ অবস্থা দেখে অপর্ণা তাকে উদ্ধারে এগিয়ে গেলে তিনিও আহত হন।  

পরে স্থানীয়রা শেফালীকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ইসরাত জাহান জেরিন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই নারীর মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।