ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘থার্টিফার্স্ট নাইটে’ বগুড়ায় যা করা যাবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
‘থার্টিফার্স্ট নাইটে’ বগুড়ায় যা করা যাবে না

বগুড়া: সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার স্বার্থে ‘থার্টি ফার্স্ট নাইটে’ রাস্তার মোড়, ভবনের ছাদে ও উন্মুক্তস্থানে কোনো ধরনের নাচ, গান ও পার্টির আয়োজন না করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বাংলানিউজকে জানান, থার্টিফার্স্ট নাইটে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার সকাল থেকে শহরজুড়ে মাইকিং করা হয়েছে।

এছাড়া পুলিশের পক্ষ থেকে শহরজুড়ে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের আতশবাজি ও পটকা না ফাটানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালানো পরিহারসহ পিকআপভ্যানে সাউন্ড সিস্টেম ব্যবহার করে পাড়া-মহল্লায় ঘুরে গান বাজানো থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।