ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ক্যারাম খেলা নিয়ে সংঘর্ষে দিনমজুর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
বাগেরহাটে ক্যারাম খেলা নিয়ে সংঘর্ষে দিনমজুর নিহত

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে শহিদ শেখ (৩৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার ভাই সাইদ শেখ (৩২)। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শহিদ উপজেলার বড়বাড়িয়া চরপাড়া গ্রামের ফজলুল শেখের ছেলে।

আহত সাইদ শেখকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

চিতলমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, রোববার (২৯ ডিসেম্বর) ক্যারাম খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুর শহিদ শেখের ক্যারাম বোর্ডটি ভেঙে ফেলেন প্রতিবেশী লুৎফরসহ তার লোকজন। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে মঙ্গলবার পুনরায় তাদের মধ্যে কথা কাটাকটি শুরু হয়। একপর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে লুৎফরগংদের হামলায় শহিদ শেখ ও তার ভাই সাহিদ শেখ গুরুতর আহত হন।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক শহিদ শেখকে মৃত ঘোষণা করেন।  

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।