ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফানুস-আতশবাজিতে রাজধানীবাসীর ইংরেজি নতুন বছর উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
ফানুস-আতশবাজিতে রাজধানীবাসীর ইংরেজি নতুন বছর উদযাপন

ঢাকা: রঙ-বেরঙের ফানুস উড়িয়ে, আলোকসজ্জা ও আতশবাজির মাধ্যমে ইংরেজি নববর্ষ-২০২০ বরণ করেছে রাজধানীবাসী।

বুধবার (০১ জানুয়ারি) রাত ১২টা এক মিনিটে আতশবাজি ও ফানুসে আলোকিত হয়ে ওঠে রাজধানীর আকাশ। প্রতিটি বাড়ির ছাদে ছাদে রঙ-বেরঙের ফানুস উড়িয়ে নতুন বছরকে বরণ করছে আবালবৃদ্ধবনিতা।

আনন্দের জোয়ারে ভাসছে রাজধানীবাসী।

এদিকে কোনো বাধাই আনন্দতে ভাগ বসাতে পারেনি রাজধানীবাসীর। প্রতিটি ছাদে ছাদে চলছে বারবি কিউ পার্টি।  উৎসবের জোয়ারে শীত কোনো বাধা হয়ে দাঁড়ায় নি। পুরনো গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করতে প্রতিটি ছাদে ছাদে চলছে উৎসবের প্রতিযোগিতা।

নতুন বছরের নতুন সূর্যের আলোয় নগর জীবন শান্তিময় হয়ে উঠুক এমনটাই প্রত্যাশা রাজধানীবাসীর।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এসএমএকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।