ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে ট্যানারি কারখানার ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
সাভারে ট্যানারি কারখানার ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরের শিল্পনগরীর এলাকার একটি ট্যানারি কারখানার ট্যাংকে পড়ে গিয়ে দেলোয়ার (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে হেমায়েতপুর তেঁতুলঝোড়া এলাকার ট্যানারি শিল্পনগরীর ‘এসবি শাহী’ ট্যানারিতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দেলোয়ার নোয়াখালী জেলা সদরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ট্যানারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এমারত হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে ‘এসবি শাহী’ কারখানার চামড়া পরিষ্কারের পর জমে থাকা ময়লা পানির ট্যাংকে পড়ে যান দেলোয়ার। তখন তার এক সহকর্মী তাকে উদ্ধার করতে গেলে ট্যাংকের ভেতরে থাকা বিষক্রিয়ায় দুইজনই অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে (ঢামেক) নেওয়ার পথে দেলোয়ার মারা যান। অপরজন ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।