ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গাঁজা ও বিয়ারসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
গাজীপুরে গাঁজা ও বিয়ারসহ যুবক আটক

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার আমবাগ এলাকা থেকে গাঁজা ও বিয়ারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোরে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।

আটক মিন্টু মিয়া (৩৪) আমবাগ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

 

কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক জানান, আমবাগ বাবুর্চিমোড় এলাকায় বাজারের ব্যাগ ভর্তি গাঁজা ও বিয়ার বিক্রির জন্য দাঁড়িয়ে ছিলেন মিন্টু মিয়া। পরে তাকে আটক করে তল্লাশি করে এক কেজি গাঁজা, পাঁচটি বিয়ার ও মাদক বিক্রির ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি জানান, কোনাবাড়ী থানায় এ বিষয়ে একটি মাদক মামলা দায়ের করে মিন্টু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
আরএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।