ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেওয়ানগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেনপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
দেওয়ানগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে মোটরসাইকেল ধাক্কায় নাজনি আক্তার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েন।

সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দেওয়ানঞ্জ-সানন্দবাড়ী সড়কের আমখাওয়া দরবার শরীফের সামনে এ ঘটনা ঘটে। নাজনি আক্তার আমখাওয়া গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাজনি আক্তারের মৃত্যু হয়। আর গুরুতর আহতাবস্থায় মোটরসাইকেল চালক বিপ্লবকে উদ্ধার করে প্রথমে দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।