ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর পৌর নির্বাচনে ৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
সৈয়দপুর পৌর নির্বাচনে ৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার নীলফামারীর মানচিত্র

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে সাধারণ আসনে চার কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) শেষ দিনে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

মনোনয়ন প্রত্যাহারকারী কাউন্সির প্রার্থীরা হচ্ছেন- সৈয়দপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মির্জা শওকত আকবর রওশান, ৬ নম্বর ওয়ার্ডে মো. আলাউদ্দিন, ১০ নম্বর ওয়ার্ডে মো. আব্দুস সাহিদ ও ১৩ নম্বর ওয়ার্ডে মো. শাহাজাদা।  

বর্তমানে পৌরসভা নির্বাচনে ৫ মেয়র, ১৫টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৮৮ জন ও সংরক্ষিত ৫টি আসনে ২১ জন প্রার্থী রয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম এর সত্যতা নিশ্চিত করে জানান, আগামি ১৬ জানুয়ারি পৌরসভার নির্বাচন হবে ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) পদ্ধতিতে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।