ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান আলী কবীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, জানুয়ারি ১২, ২০২১
জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান আলী কবীর

ঢাকা: জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সরকারের অবসরপ্রাপ্ত সচিব এ এস এম আলী কবীর।

মঙ্গলবার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।


 
আগামী ১৫ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের মেয়াদে সরকারের সচিব পদমর্যাদায় ও সংশ্লিষ্ট সুবিধাসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩ অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়।
 
চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মুজিবুর রহমান হাওলাদারের মেয়াদ আগামী ১৪ জানুয়ারি শেষ হবে।
 
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এমআইএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।