ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

মহম্মদপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৩, জানুয়ারি ১৩, ২০২১
মহম্মদপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ঘোড়দৌড়

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়ুলিয়া গ্রামে এ ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়।

১৫টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ নেয়।

এদিকে ঘোড়দৌড়কে কেন্দ্র করে হাতি, ঘোড়া, মিষ্টি, মিঠাই, নাগরদোলা, চরকাসহ মাটির সব পণ্য নিয়ে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা।

মেলা পরিচালনা কমিটির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলম বাচ্চুর সভাপতিত্বে ঘোড়দৌড়কে কেন্দ্র করে হাজার হাজার মানুষের ভিড় জমে মেলা প্রাঙ্গণে।

আয়োজক কমিটির সদস্য জহিরুল ইসলাম বলেন, ফসলের মাঠে প্রতিবছরের মতো এ বছরও মেলা বসেছে।

এবারের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার একটি স্মার্ট ফোন, তৃতীয় পুরস্কার হিসেবেও রয়েছে একটি স্মার্ট ফোন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।