ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

যুব উন্নয়ন-মহিলা অধিদফতরে নতুন ডিজি, পর্যটন-বিসিআইসিতে চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, জানুয়ারি ২০, ২০২১
যুব উন্নয়ন-মহিলা অধিদফতরে নতুন ডিজি, পর্যটন-বিসিআইসিতে চেয়ারম্যান

ঢাকা: যুব উন্নয়ন অধিদফতর ও মহিলা বিষয়ক অধিদফতরে মহাপরিচালক (ডিজি) এবং পর্যটন করপোরেশন ও বাংলাদেশ রসায়ন শিল্প করপোরেশনে (বিসিআইসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২০ জানুয়ারি) এ রদবদল ও নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদফতরের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (অতিরিক্ত সচিব) মো. আজহারুল ইসলাম খান।

এর আগে অবসরে যাওয়ার সুবিধার্থে গত ১৭ জানুয়ারি যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আক্তারুজ্জামানকে ওএসডি করা হয়।

পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) হয়েছেন মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) পারভীন আক্তার।

অপরদিকে, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) রাম চন্দ্র দাসকে মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে বদলি করা হয়েছে।

অপর আদেশে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আহছানে এলাহী বাংলাদেশ রসায়ন শিল্প করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।