ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

বেলুন ফোলানোর হাইড্রোজেন সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, জানুয়ারি ২২, ২০২১
বেলুন ফোলানোর হাইড্রোজেন সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে বেলুন ফোলানোর হাইড্রোজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও আটজন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার (২২ জানুয়ারি) সকালে এ ঘটে ঘটে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বাংলানিউজকে বলেন, সকালে মাতারবাড়ি এলাকায় বেলুন ফোলানোর সময় হাইড্রোজেন সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়েছি। এখন পর্যন্ত একজন মারা যাওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছি। খবর নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।