ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় পিটিয়ে হত্যার অভিযোগে আটক ৩

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, জানুয়ারি ২২, ২০২১
আশুলিয়ায় পিটিয়ে হত্যার অভিযোগে আটক ৩

সাভার (ঢাকা): পূর্ব শত্রুতার জের ধরে সাভারের আশুলিয়ায় শাহাজাহান খন্দকার মনা নামে (৫০) এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহাজাহান খন্দকার মনা আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় ভাড়া বাসায় থাকে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।

আটকরা হলেন আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার জমির মোল্লার ছেলে নুরুজ্জামান, গোলাম রসূলের ছেলে রেজাউল ইসলাম পারভেজ ও লিটনের ছেলে মেহেদী হাসান নাজমুল।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে তুচ্ছ ঘটনা নিয়ে পূর্ব শত্রুতার জেরে মনার ঘরে ঢুকে তাকে পিটিয়ে জখম করে পালিয়ে যায় প্রতিপক্ষরা। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করলে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে সকালেই আটক করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।