ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ফেনসিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, জানুয়ারি ২২, ২০২১
যাত্রাবাড়ীতে ফেনসিডিলসহ আটক ২

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

আটক মাদক বিক্রেতারা হলেন- মো. মামুন ভূঁইয়া (৩৪) ও মো. আফজাল হোসেন (২৮)।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। গোলাপবাগ বিশ্বরোডের পাশে একটি মুদি দোকানের সামনে তারা ফেনসিডিল সরবরাহের জন্য অপেক্ষায় ছিল।

আটকদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
এসজেএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।