ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

স্বর্ণ ব্যবসায়ী পরিচয়ে কোটি টাকা লুট, আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, জানুয়ারি ২২, ২০২১
স্বর্ণ ব্যবসায়ী পরিচয়ে কোটি টাকা লুট, আটক ৪

ঢাকা: স্বর্ণ ব্যবসায়ী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে কোটি টাকা লুটের ঘটনায় চারজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটকরা হলেন- রফিকুল ইসলাম রাফি (৪৮), সৈয়দ হাসান আলী (৪০), ইকবাল কবির (৪১) ও নিক্সন মিয়া (৩০)।

ডিবি মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, আটকরা নিজেদের স্বর্ণ ব্যবসায়ী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। গত ১৭ ডিসেম্বর তারা পরস্পরের যোগসাজসে একটি হোটেলের লবি থেকে এক ব্যক্তিকে স্বর্ণ দেওয়ার নাম করে দু’টি পে-অর্ডারে এক কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ করেন।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে খিলক্ষেত থানায় এ সংক্রান্তে একটি মামলা রুজু হয়। মামলা তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ওই প্রতারক চক্রের চার সদস্যকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিবির এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।