ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): পঞ্জিকার পাতা সংশোধনে বসন্ত ও ভালোবাসা দিবস পালিত হচ্ছে একই দিনে। করোনায় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও বরাবরের মতো সর্বস্তরের মানুষ প্রিয়জনদের নিয়ে ঘুরতে এসেছে ক্যাম্পাসে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কার্জন, শহীদ মিনার এলাকা ঘুরে এসব দৃশ্য দেখা গেছে। বিভিন্ন বয়সী মানুষের আগমন ঘটলেও এবারের বসন্ত বা ভালোবাসা দিবসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থাকছে অন্য অভিজ্ঞতা।

বসন্তের ফুরফুরে হাওয়া হৃদয়ে জাগায় ভালোবাসার পরশ। অপরদিকে ভালোবাসা দিবস মানব মনকে করে তোলে আবেগী। কেউবা প্রিয়জনের হাতে গোলাপ কিংবা সামান্য উপহার দিয়ে জানান দেয় নিজ ভালোবাসার।

দিবসকে ঘিরেই নিয়মিত ফুল বিক্রেতাদের পাশপাশি মৌসুমী হাকারেও নেমেছেন অনেকেই। হৃদয় সদৃশ সম্বলিত বেলুনও যুগলদের তুলে দিচ্ছেন তারা। তবে ক্যাম্পাস বন্ধ থাকা আর সকালবেলা লোকজনের উপস্থিতি কম হওয়ার কারণে বিক্রি কম হচ্ছে জানালেন তারা।

নীল দৃষ্টি পুষ্পালয়ের বিক্রেতা মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, বিক্রি তুলনামূলক ভালো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এসকেবি/এএটি